দেশব্যাপি পৌরসভা নির্বাচনের ২য় ধাপে বান্দরবানের লামা ও খাগড়াছড়ির পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৬ জানুয়ারি পার্বত্য জেলার এই দুই পৌরসভায় ভোট গ্রহন করা হবে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচন হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর আজ বুধবার (২ ডিসেম্বর) এই তফসিল ঘোষণা করেন। তিনি জানান, দ্বিতীয় দফায় ৬১ পৌরসভার মধ্যে ইভিএমে ভোটগ্রহণ হবে ২৯টিতে। বাকি ৩২টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,দেশের অন্য পৌরসভার মতো পাহাড়ের এই দুই পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর,মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। খাগড়াছড়ি পৌর সভায় ইভিএম ও বান্দরবানের লামা পৌরসভার নির্বাচনে ব্যালেট ব্যবহার করা হবে।