স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শৈল প্রপাতের ঝর্নাতে নামলে সে পা পিছলে পড়ে যায়। তিহান বান্দরবান বাজারের মুরগী ব্যবসায়ী আবু তাহেরের পুত্র। তারা বাসা জেলা শহরের ইসলামপুর বলে জানা গেছে।
তিহানের বন্ধু রাশেদ বলেন, সকাল সাড়ে সাতটায় বান্দরবান ঈদগাহ ময়দানে ঈদের নামায আদায় শেষে তুহিন তার ছয় বন্ধুকে সাথে নিয়ে পায়ে হেঁটে শৈল প্রপাতে বেড়াতে যায় । একপর্যায়ে শৈলপ্রপাতের ঝর্ণায় বন্ধুদের সাথে নামলে পিচ্ছিল পাথরে পা পিচ্ছিলে ঝর্ণার খাদে পড়ে যায় । পরে তার বন্ধুরা স্থানীয়দের জানালে স্থানীয়রা দমকলবাহিনীর সদস্যদের জানায়।
প্রসঙ্গত, বান্দরবানের শৈল প্রপাতে একসময় পর্যটকদের রক্ষায় লোহার শেকলের নিরাপত্তা বেষ্টনি থাকলেও গত ১০ বছর আগে লোহার শেকলগুলো পানিতে ভেসে যায়, এরপর থেকে পর্যটনস্পটটিতে বর্ষা মৌসুমে পড়ে গিয়ে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।