জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশসহ সরকারি শিশু পরিবারের কর্মকর্তারা।
এসময় ১শ মিটার দৌড়, ২শ মিটার দৌড়, লং জাম, হাই জাম, ব্যাঙ দৌড়, মোরগ লড়াই, হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ইভেন্ডের খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।