বান্দরবানের সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

NewsDetails_01

বান্দরবানের সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ করা হয়
“শেখ হাসিনার হাতটি ধরে,পথের শিশু যাবে ঘরে”এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানের সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে শিশু পরিবারের আয়োজনে সরকারি শিশু পরিবারের খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশসহ সরকারি শিশু পরিবারের কর্মকর্তারা।
এসময় ১শ মিটার দৌড়, ২শ মিটার দৌড়, লং জাম, হাই জাম, ব্যাঙ দৌড়, মোরগ লড়াই, হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ইভেন্ডের খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন