প্রবল বর্ষণে বান্দরবান-রুমা সড়ক পথের বিভিন্ন স্থানে ধস নামাই এবং সড়কে পাহাড়ের মাটি ধসে পড়ার কারনে টানা ১৯ দিন ধরে জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ থাকলেও আজ শুক্রবার সকালে থেকে সড়ক যোগাযোগ চালু হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক পূর্নাঙ্গ ভাবে সংস্কার না হওয়ার কারনে আজ সকাল থেকে রুমা সদর ঘাট থেকে বান্দরবানের উদ্দ্যেশে যাত্রীবাহি বাসসহ বিভিন্ন যান ছাড়া হয়। উভয় দিক থেকে দু’টি বাস ছেড়ে গেছে আজ। আগামী রবিবার থেকে সিডিউল মোতাবেক যথা নিয়মে বাস ছাড়বে উভয় দিক থেকে।
এই ব্যাপারে বান্দরবান রুমা সড়কে লাইনম্যান শাহাবুদ্দিন পাহাড়বার্তাকে জানান, সকাল থেকে বান্দরবান-রুমা সড়কের উভয় দিক থেকে যাত্রীবাহি বাস চলাচল শুরু করেছে।
প্রসঙ্গত,সড়ক পথে যান চলাচল বন্ধ হওয়ার কারনে প্রশাসনিক উদ্দ্যেগে গত ১ সপ্তাহ ধরে বিকল্প হিসাবে বান্দরবানের সাথে রুমার যাতায়তের জন্য সাঙ্গু নদীতে নৌ চলাচল শুরু হয়।