বান্দরবানের সাথে রুমা-থানচি উপজেলার সড়কে যান চলাচল শুরু

NewsDetails_01

বান্দরবানের সাথে রুমা-থানচি উপজেলার সড়কে যান চলাচল
টানা বর্ষণ আর পাহাড়ী ঢলে বান্দরবান জেলার রুমা-থানচি সড়কের ১১ মাইল এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় গত বুধবার থেকে বান্দরবানের সাথে রুমা-থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে ব্রিজ সংস্কার পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, সড়ক বিভাগ ও সেনাসদস্যরা ব্রিজ সংস্কার করার পর আজ সকাল থেকে বান্দরবানের রুমা-থানচি সড়কে যান চলাচল শুরু হয়।
এদিকে তিনদিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে যান চলাচল শুরু হওয়ায় যাত্রীবাহি বাস, ট্রাক ও মালবাহী যান চলাচল শুরু হয় এবং পর্যটকরা ফের রুমা ও থানচি উপজেলায় যাতায়ত শুরু করে, ফলে ভোগান্তি কমেছে স্থানীয়দের।

আরও পড়ুন