এই উপলক্ষে বুধবার সকালে জেলা শহরের বোমাং রাজার কার্যালয়ে বোমাং রাজা উ চ প্রু চৌধুরী আনুষ্টানিকভাবে সংবাদ সম্মেলন করে এই মেলার ঘোষনা দেন। এই সময় রাজপুত্র চসিংপ্রু বনি, হেডম্যান সাচপ্রু,হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টি মং প্রুসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত রাজপুণ্যাহ উপলক্ষে স্থানীয় রাজার মাঠে বসবে মেলা, যাত্রাপালা,পুতুল নাচ,সাংস্কৃতিক অনুষ্টানসহ থাকবে নানান আয়োজন। জেলার ১০৯টি মৌজার অধিবাসীরা রাজাকে প্রদান করবেন বাৎসরিক খাজনা।
১৮৭৬ সাল থেকে বান্দরবানে এই রাজপূণ্যাহ অনুষ্ঠিত হচ্ছে, প্রতিবছর এই মেলাকে ঘিরে বান্দরবানে আদিবাসী , বাঙ্গালীর পাশাপাশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়।