কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বান্দরবানের দুইটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। বান্দরবান প্রেসক্লাবের সামনে কর্মবিরতি পালন করার কারনে পৌরসভার সকল বিভাগের কাজকর্ম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সেবা প্রার্থী পৌরবাসী।
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ বিভিন্ন দাবিতে সোমবার সকাল থেকে দুই দিনের কর্মবিরতির আজ শেষ দিনের কর্মবিরতি পালন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচল হয়ে পড়ে পৌরসভার সকল কার্যক্রম।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকবে। একই দাবিতে লামা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসুচী পালন করে।
এদিকে কর্মবিরতিতে অংশ নেয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের বান্দরবান জেলা শাখার সভাপতি মং শৈ খৈ মারমা, সহ সভাপতি মো: তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো: হোসেন এবং লামা পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো: তানফিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল করিম, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদসহ সংগঠনের নেতৃবৃন্দরা।