বান্দরবানের ৩টি ইউপির শূন্য পদে ভোট ২৫ জুলাই

NewsDetails_01

বান্দরবান জেলার ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী উক্ত তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদগুলোতে ভোট গ্রহন করা হবে আগামী ২৫ জুলাই।
ঘোষিত তফসিলে জেলার আলীকদম উপজেলার সদর ইউপি চেয়ারম্যান, নয়াপাড়া ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য এবং রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন রবিবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ২ জুলাই মঙ্গলবার মনোনয়ন পত্র বাছাই এবং ৯ জুলাই মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার ভোট গ্রহন করা হবে।

আরও পড়ুন