বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫৬৬টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ জুন) সকালে বান্দরবান সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার ব্যবস্থাপনায় বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল হাসান,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা।
অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলা ও পৌরসভার ৯০টি মসজিদের অনুকুলে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
আয়োজকেরা জানান,বান্দরবানে ৭টি উপজেলার ৫৬৬টি মসজিদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হবে এবং সর্বমোট ২৮ লক্ষ ৩০হাজার টাকা বিতরণ করা হবে।