বান্দরবানের ৯টি ইউপিতে চলছে জমজমাট প্রচার প্রচারণা

NewsDetails_01

বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে জমজমাট প্রচার প্রচারণা। সকাল থেকে রাত অবধি জেলার দুই উপজেলার ৯ ইউনিয়নের দুর্গম এলাকাগুলোতে প্রার্থী আর সর্মথকরা ছুটে যাচ্ছে ভোটের আবদার নিয়ে, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচারনার কাজে ব্যবহার করে প্রচার চালাচ্ছে।

এবারের নির্বাচনে বিএনপির কোন প্রার্থী অংশ না নিলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীই আওয়ামী লীগের নৌকার প্রতীকের সাথে লড়াই এ মাঠে রয়েছে। আর এই কারনে জেলা আওয়ামী লীগ বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, আগামী ১১নভেম্বর জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এতে মোট ভোটার হলো ১৪ হাজার ৮৪৩জন, যার মধ্যে পুরুষ ৭ হাজার ৪শত ৩৬, আর মহিলা ৭হাজার ৪শত ০৭জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে ভোট প্রদান করবে ভোটাররা ।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।

নির্বাচনে বাইশারী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলম। আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। এছাড়া মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করছে নুরুল হাকিম।

NewsDetails_03

অন্যদিকে দৌছড়ি ইউনিয়নের অবস্থাও একই। এখানে নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানের বিপরীতে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ হাবিব উল্লাহ। সম্প্রতি দলীয় পদপদবী থেকে বিদ্রোহী দুই প্রার্থীকে বহিস্কার করা হয়েছে।

অন্যদিকে লামা উপজেলার ৭ইউনিয়ন গজালিয়া, লামা, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রুপসী পাড়া ও ফাইতং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আরো এতে মোট ভোটার হলো ৫৭৯৮৪ জন যার মধ্যে পুরুষ ২৯ হাজার ৯শত ৬৯ আর মহিলা ২৮হাজার ১৫জন আর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালাট পোপরের মাধ্যমে ভোট প্রদান করবে ভোটাররা।

নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৪ জন এবং সাধারণ সদস্য পদে ২১৭ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতাকারী প্রার্থীরা হলেন,গজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাথোয়াইচিং মার্মা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল হোসেন (মোটর সাইকেল)।

লামা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিন্টু কুমার সেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আক্তার কামাল (মোটর সাইকেল)। ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নুরুল হোসাইন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন মজুমদার (আনারস), মোঃ ওমর ফারুক (মোটর সাইকেল) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ খোরশেদ আলম (লাঙ্গল)। আজিজনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ রশিদ আহমেদ (আনারস)। সরই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হানিফ (আনারস)। রুপসীপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাচিং প্রু মার্মা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস)। ফাইতং ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো.ওমর ফারুক (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো.আবু তাহের (আনারস),আবদুল জলিল (চশমা) ও মো. শহিদ উল্লাহ (মোটর সাইকেল)।

প্রসঙ্গত,ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী কর্তৃক মিথ্যাচার, গুজব ছড়িয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়ানো, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদের জিম্মি করার চেষ্টার প্রতিবাদে এবং ভোটের দিন যাতে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পৌঁছানো হয়-এ দাবীতে গত রোববার সংবাদ সম্মেলন করেছেন লামা সদর ইউনিয়নের মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তার কামাল (মাইজ্জা মিয়া)।

আরও পড়ুন