বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম
বান্দরবান শহরের মধ্যমপাড়ার মারমা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকায় জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম সরকারের দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগ থেকে ক্ষতিগ্রস্থ ৭০ পরিবারকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, ৬৯ পদাতিক ব্রিগেডের ভারপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার এস এম আব্দুল্লাহ আল আমিন(পিএসসি), পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বান্দরবানে বিভিন্ন সরকারী বেসকারি প্রতিষ্টানের কর্মকর্তারা।
প্রতিটি পরিবারকে ৩৫ কেজি চাউল, ৩বান্ডিল ঢেউটিন,৫ লিটার সয়াবিন তৈল,৫কেজি চিনি, ৫কেজি ডালসহ গৃহস্থালি ও শুকনা খাবার সামগ্রী এবং নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়। গতকাল শনিবার দুপুরে অগ্নিকান্ডে মারমা বাজার এলাকায় প্রায় ৮০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন