বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সেনাবাহিনী
সম্প্রতি বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি পরিবার সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ এসব পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে বান্দরবান সেনা জোন। সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়, যা তাদের জীবনযাত্রার সাময়িক সংকট মোকাবিলায় সহায়ক হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়ত হিসেবে নগদ দুই হাজার পাঁচশত টাকা, ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি ভোজ্যতেল, ৫০০ গ্রাম লবণ, ২ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ প্রদান করেছে। এই সহায়তা দুর্গতদের সাময়িক সংকট মোকাবিলায় সহায়ক হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করবে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। তিনি তার বক্তব্যে বলেন, “সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষার জন্য নয়, বরং দেশের সাধারণ মানুষের কল্যাণেও সর্বদা সচেষ্ট। আপনাদের এই দুঃসময়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও আপনাদের জন্য কাজ করে যাব। আগুনে ঘরবাড়ি হারানো কষ্টকর, কিন্তু সাহস ও ধৈর্য ধরে থাকলে সবকিছু আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। আমরা আপনাদের পাশে আছি, প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে ”।
তিনি আরও বলেন, “এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমরা চাই, কেউ যাতে বিপদে একা না থাকে। সরকার, প্রশাসন ও সেনাবাহিনী আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব।
এদিকে সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে, তাদের মধ্যে অনেকেই বলেন যে, এই সহায়তা না পেলে তারা চরম দুর্ভোগের শিকার হতেন।