বান্দরবানে অর্থের বিনিময়ে পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রতারনা : আটক ১

NewsDetails_01

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বান্দরবানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম মোঃ মারুফ (৩০)। তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে গত কয়েকদিন থেকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে আসছিল।
জানা গেছে, মোঃ মারুফ পুলিশ সদস্য পরিচয় দিয়ে গত কয়েকদিন থেকে বান্দরবানের লামা, রোয়াংছড়িসহ বিভিন্ন জায়গায় কনস্টেবল প্রার্থীদের কাছে নানাভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। সাত লাখ টাকায় কনস্টেবল পদে নিয়োগ দেয়ার প্রলোভন দিয়ে আসছিল ওই ব্যক্তি। তবে কনস্টেবল পদে অনিয়ম ঠেকাতে বান্দরবান পুলিশ কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
উল্লেখ্য, বান্দরবানে পুরুষ ও মহিলা কনস্টেবল পদে মোট ৫০ জনকে নিয়োগ দিতে কাল সোমবার পুলিশ লাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন