বান্দরবানে অর্থ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি

NewsDetails_01

বান্দরবানে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট।

গত বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হেডম্যান পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি টংকাবতী ইউনিয়নের বিভিন্ন অসহায় পরিবারের হাতে এই বহুমুখী নগদ অর্থ বিতরণ করেন।

NewsDetails_03

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর বাস্তবায়নে এবং ইউএসএআইডি এর অর্থয়ানে টংকাবতী ইউনিয়নে ৪০০পরিবারে মাঝে নগদ ৬ হাজার টাকা করে সর্বমোট ২৪লক্ষ টাকা প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর ভাইস চেয়ারম্যান মো.আব্দুর রহিম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে সেক্রেটারী অমল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, নির্বাহী সদস্য খলিলুর রহমান সোহাগ, গাব্রিয়েল ত্রিপুরাসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন