বান্দরবানে অর্ধদিবস কর্ম বিরতি পালন করছে পিআইও’রা

NewsDetails_01

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় বান্দরবানে ও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।

কর্মসুচীর অংশ হিসেবে বান্দরবান জেলা সদরসহ ৭টি উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতে অংশ নেন, সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।

সূত্রে জানা যায়, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ১২সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।

NewsDetails_03

আরো জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। তাই দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবিলায় জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ,পদোন্নতি,চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮ থেকে ১০বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ অধিদপ্তরের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও এসব দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কর্তৃপক্ষ মৌখিক ঐক্যমত প্রকাশ করলেও বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ পরীলক্ষিত না হওয়ায় এ অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও ঐক্যবদ্ধ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, আর তারই অংশ হিসাবে এই কর্মবিরতি করছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রা জানান, ৫দফা দাবি আদায়ে আন্দোলনের কর্মসুচী হিসেবে এবার ১১ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংবাদ সম্মেলন, ১২সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সকল জেলা,উপজেলা ও অধিদপ্তরে অর্ধদিবস কর্মবিরতি পালন করা, ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে দাবী আদায়ে স্মারকলিপি প্রদান করা এবং পরবর্তী কর্মসুচী প্রণয়নের লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ পরিষদের একটি সভা আহবান করা হবে।

আরও পড়ুন