বান্দরবানে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের অনুদানের চেক বিতরণ

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ জুন) সকালে বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নিজ বাসভবন প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

NewsDetails_03

এসময় চেক বিতরণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ড.নুরুল আবছারসহ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ নির্মাণের জন্যে প্রয়োজন আলোকিত মানুষ, আলোকিত মানুষই এগিয়ে চলে বাংলাদেশকে আলোকিত করবে। একটি শিক্ষিত সমাজ গড়ে উঠলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনার দিগন্তগুলো আরো উন্মোচিত হবে,এজন্য শিক্ষক,অভিভাবক এবং শিক্ষার্থীদের সন্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ২৯জন অসচ্ছল ছাত্র-ছাত্রীদের প্রতি জনকে ১০হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

আরও পড়ুন