বান্দরবানে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

NewsDetails_01

বান্দরবানের প্রত্যন্ত এলাকার গরিব অসহায় ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

আজ সোমবার (৩০সেপ্টেম্বর) সকালে জেলা সদরের বাকিছড়ার ৮নং রাবার বাগান এলাকায় বান্দরবান সেনাজোনের আয়োজনে এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় বাকিছড়া এলাকার দশটিরও বেশি পাড়ার দুই শতাধিক রোগী এতে চিকিৎসা সেবা নেন। সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের সহযোগিতায় সেভেন ফিল্ড এম্বুলেন্স এই চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে।

NewsDetails_03

এসময় বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল আখতার উস সামাদ রাফি বিএসপি, পিএসসি, ক্যাপ্টেন ডা: সানাউল্লাহ, ক্যাপ্টেন ডা: হুমায়ারা শহীদসহ সেনাজোনের বিভিন্ন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসরা উপস্থিত ছিলেন।

এসময় গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামুল্যে ওষুধ প্রদান করা হয় ।

আরও পড়ুন