বান্দরবানে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ খোকন নামের একজনকে গ্রেফতার করেছে, তার কাছ থেকে একটি উদ্ধার করা হয়েছে অস্ত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ্ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় বান্দরবানের সুয়ালক ইউপিস্থ কদুখোলা এলাকায় অভিযান চলিয়ে মোঃ খোকনকে গ্রেফতার করে, এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করা হয়। সে কদুখোলা, ৩নং ওয়ার্ড, সুয়ালক ইউনিয়নের মোহাম্মাদ আলীর পুত্র। তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় অস্ত্র মামলা রয়েছে।
এদিকে বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ্ পাহাড়বার্তাকে বলেন, বান্দরবান সদর থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।