বান্দরবানে অস্ত্রসহ ধন বিকাশ চাকমা আটক

ধন বিকাশ চাকমা
বান্দরবানের সদর উপজেলার জামছড়ি মুখ পাড়া এলাকায় অভিযান চালিয়ে জেলার অন্যতম চাঁদাবাজ ধন বিকাশ চাকমা (৬০) নামের এক সন্ত্রাসীকে অস্ত্র-গুলিসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার জামছড়ি মুখ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ধন বিকাশ চাকমা কে আটক করা হয়। সশন্ত্র চাঁদাবাজ সংগঠনের সদস্য হওয়ায় ধন বিকাশ চাকমা পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিলেন। জামছড়ি এলাকায় তিনি ও তার সঙ্গীরা অবস্থান করছে এমন খবর পাওয়ার পরই সেখানে সদর থানা পুলিশ অভিযান চালায় এবং তাকে অস্ত্রসহ আটক করে। আটককৃত ধন বিকাশ চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সরোয়ার জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সশন্ত্র সংগঠন এর সদস্য ধন বিকাশ চাকমাকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়।

আরও পড়ুন