Three pistols laying on table with bulletsবান্দরবানে রাজবিলা রাবার ডেম এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল সদর উপজেলার রাজবিলা রাবার ডেম এলাকায় অভিযান চালায়। এসময় অভিযানের খবর জানতে পেয়ে সন্ত্রাসীরা দুটি মোটর সাইকেলযোগে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তবে সেখান থেকে পালানোর সময় তাদের হাত থাকা গুলি ও বন্দুক পড়ে যায়।পরে সেনা সদস্যরা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি ও বন্দুকটি উদ্ধার করে।
বান্দরবান সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে রাজবিলা রাবার ডেম এলাকায় অভিযানে যায় সেনা সদস্যরা। টের পেয়ে দুর্বৃত্তরা আগেই মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের পেলে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার করা হয় এবং দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।