বান্দরবানে অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারীদের গাভী বিতরণ

বান্দরবান প্রতিনিধি “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন ” শীর্ষক প্রকল্পের নির্বাচিত উপকারভোগীদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ জুন) বিকেলে বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও উপসচিব মো.হারুণ অর রশীদ বান্দরবানের বিভিন্ন অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারীদের মধ্যে এই গাভী বিতরণ করেন।

NewsDetails_03

এসময় অনুষ্ঠানে ৩নং সদর ইউনিয়নের নির্বাচিত ৪০জন নারীকে একটি করে গাভী বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও উপসচিব মো.হারুন অর রশীদ বলেন, প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে গাভী বিতরণ করা হচ্ছে আর বিনামুল্যে এই গাভী পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে পার্বত্য এলাকার নারীরা।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও উপসচিব মো.হারুন অর রশীদ,সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,প্রাণী স¤পদ কর্মকর্তা ড.মো.গোলামুর রহমান, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচপ্রু মারমা সাবু,সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা,রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারী প্রকৌশলী এরশাদ মিয়াসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন