বাংলাদেশ মানবাধিকার কমিশনের পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের সমন্বয়ক ড নাই প্রু নেলীর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং , কারিতাস বান্দরবানের ম্যানেজার রুপনা দাশসহ অনেকে ।
মানববন্ধনে বক্তারা দেশের বিভিন্ন স্থানে যাজক, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুসহ সাধারণ ব্যক্তিদের গুপ্ত হত্যার প্রতিবাদ জানান, এসময় বক্তারা সন্ত্রাসবাদ মোকাবেলায় সকলের সহযোগিতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান ও জানান।