বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দু:স্থদের মাঝে খাবার বিতরণ, আনন্দ সমাবেশ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ জুন (বৃহস্পতিবার) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পূস্পমাল্য অর্পন, দুপুরে দু:স্থদের মাঝে খাবার বিতরণ ও বিকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এক আনন্দ সমাবেশ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আনন্দ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মুছা কোম্পানী, জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সমাবেশ শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক কেক কাটা অনুষ্ঠিত হয়।