বান্দরবানে আওয়ামী লীগের সিদ্ধান্তের অপেক্ষায় জাতীয় পার্টি

NewsDetails_01

একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে বান্দরবানে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনে মহাজোটের মধ্যে আওয়ামী লীগ এর প্রার্থী থাকলেও নেই জাতীয় পার্টির প্রার্থী। ফলে মহাজোটের অংশ হিসাবে নির্বাচনের প্রচারণায় পৃথক কৌশল নিয়ে মাঠে নামতে আওয়ামী লীগের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জেলা জাতীয় পার্টি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪দলীয় মহাজোটের ব্যানারে সারা দেশে নির্বাচনমুখি কর্মতৎপরতা চলে আসলে বান্দরবান আসনে একদিকে মহাজোটের অস্তিত্ব নেই, অন্যদিকে মহাজোটের মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (এরশাদ) এর রাজনীতি থাকলে তাদের অবস্থান অনেকটা দুই মেরুতে। তবে নির্বাচনী প্রচারণায় যৌথ ভাবে প্রচার চালাতে জোটের মূলদল আওয়ামী লীগের কোন পদক্ষেপ গ্রহন করেনি এমন অভিযোগ জাতীয় পার্টির।
এই ব্যাপারে জাতীয় পার্টি (এরশাদ)বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক শওকত জামান মিশু বলেন,আমরা আওয়ামী লীগের সিদ্ধান্তের অপেক্ষায় আছি, নৌকার প্রার্থী বীর বাহাদুর এর পক্ষে প্রচারণার কৌশল নিয়ে মাঠে নামতে।
সং¤িøষ্ট সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন জোট ১৪টি দল নিয়ে গঠিত হলেও জোট প্রধান আওয়ামী লীগসহ মূলত দল রয়েছে ১৪টি দল। এর মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি(এরশাদ) ছাড়া, জাসদ (ইনু),বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), তরিকত ফেডারেশন, ন্যাপ (মোজাফফর), গণতন্ত্রী পার্টি ও সাম্যবাদী দল, গণ আজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ, কমিউনিস্ট কেন্দ্র এবং জাসদ (আম্বিয়া) এসব দলের কোন রাজনৈতিক কার্যক্রম নেই বান্দরবান আসনে। ১৪ দলভুক্ত জাতীয় পার্টির (এরশাদ) সক্রিয় থাকলেও তাদের কিছু ভোট ব্যাংক আছে মাত্র।
আরো জানা গেছে, অপরদিকে ১৪ দলভুক্ত দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি তেমন তৎপরও নয়। এমনকি কেবল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোরই সাংগঠনিক ভিত বা কাঠামো খুবই শক্তিশালী এবং জেলার ৭টি উপজেলার ওয়ার্ড পর্যায় পর্যন্ত রয়েছে তৎপরতা, এর বিপরীতে জাতীয় পার্টি অবস্থান উপজেলা গুলোতে থাকলেও তা দূর্বল।
এই ব্যাপারে বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি একে এম জাহাঙ্গীর বলেন,আমরা খুব দ্রুত জাতীয় পার্টির নেতাদের সাথে বসে প্রচার ও প্রচারণার কৌশল নির্ধারণ করে নির্বাচনের তাদের মাঠে নামতো বলবো।
প্রসঙ্গত, বান্দরবান আসনে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ১৩০ জন পুরুষ ও ১ লাখ ১৮ হাজার ৭৫৪ জন নারী ভোটার। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬টি । নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি’রসহ মোট প্রার্থী রয়েছে তিনজন।

আরও পড়ুন