বান্দরবানের টাইগার পাড়া এলাকায় দূর্বৃত্তের লাগানো আগুনে পুড়েছে কয়েকটি ফলজ-বনজ বাগানসহ ঘর। আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে বান্দরবান সদর উপজেলার টাইগার পাড়া এলাকায় নীলাচল-রুপালী ঝর্না সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার টাইগার পাড়া এলাকায় নীলাচল-রুপালী ঝর্না সড়কে দুর্বৃত্তদের লাগানো আগুনে শাহরিয়ারের বাগান বাড়ি, ফলজ বাগান, শাহাজাহানের রাবার বাগান, জসিমের বনজ বাগান, প্রসন্ন কান্তির ফলজ বাগান সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছালেও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সোমবার সন্ধ্যা পর্যন্ত আগুনে আশপাশের আরও কয়েকটি ফলজ বনজ বাগানের অংশ বিশেষ পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির বিশ লাখের বেশি হবে দাবী ক্ষতিগ্রস্তদের।

শাহরিয়ারের বাগানের কেয়ারটেকার অনন্ত চাকমা বলেন, আগুন লাগার কারণ খোঁজে পাচ্ছিনা, পাশ্ববর্তী রাবার বাগান দেখতে কয়েকজন লোকজন এসেছিল দেখেছি, কারোর সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, শত্রুতা বসেও আগুন লাগিয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত বাগানের মালিক শাহজাহান বলেন, আগুন কিভাবে লেগেছে জানিনা, আমাদের রাবার বাগান পুড়ে গেছে। আগুনের ব্যাপকতা অনেকবেশি ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আগুন লাগার কারণটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পানির স্বল্পতা আর আগুনের ব্যাপকতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনাটা সম্ভব হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।