বান্দরবানে আগুনে পুড়েছে আইসফ্যাক্টরীসহ পাঁচ বসতঘর

NewsDetails_01

বান্দরবানের বোটঘাটা এলাকায় অগ্নিকান্ডে আইসফ্যাক্টরী সহ পাাঁচ বসতঘর পুড়ে গেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে । এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন । প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, ভোর চারটার দিকে বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে । পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘর সহ আইসফ্যাক্টরীতে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে । এ সময় আইসফ্যাক্টরী, স্থানীয় মোজাফফর সওদাগরের বাড়ি ও তার ভাড়াটিয়া মুন্নি, রাজু, আবদুল হাফেজ ও খতিজা বেগমের ঘর পুড়ে যাই । জানতে চাইলে, বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: ফরহাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে । প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি ।

আরও পড়ুন