স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জেলা শহরের ৬নং ওয়ার্ড এর বনরূপা পাড়ায় আওয়ামীলীগ নেতা মানস দাশ ডাক্তারের ভাড়াটিয়ার একটি বাসার বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি বসতঘর ভস্মিভূত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক ইকবাল হোসেন জানান, আগুনে ৬টি ঘর পুড়ে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়।
এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।