বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে নিজ ঘরের ভিতরে আগুনে পুড়ে মারা গেছে মানসিক ভারসাম্যহীন রাশেদা বেগম (৫৫)। গত ১০ ফেব্রুয়ারী গভীর রাতে বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম বাইশারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা রাশেদা বেগম এর বাড়ির ভিতর থেকে আগুনের ধোঁয়া দেখতে পায়। এসময় ঘরের দরজা খুলে দেখেন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাশেদা। পরে তারা ঘটনাটি স্থানীয় ইউ.পি সদস্য মোঃ নুরুল আজিমকে জানালে পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আরো জানা গেছে, রাশেদা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাতে বাড়িতে এসে ঘরের ভিতরেই আগুন জ্বালিয়ে আগুন পোহাত এবং তার বসার স্থানের চাররপাশে মোমবাতি জ্বালিয়ে রাখত। আর নিজের জ্বালানো আগুনের সে পুড়ে মারা যেতে পারে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.কে.এম হাবিবুল ইসলাম বলেন, আগুনে পুড়ে মহিলাটির মৃত্যু হয়েছে বলে ধরনা করছি। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।