বান্দরবানে আগুন নেভালো অবুঝ শিশুরা

NewsDetails_01

বান্দরবান শহরের কেএস প্রু মার্কেটে ভয়াবহ আগুন নিভাতে অনেকেই যখন সেলফি আর গল্পগুজবে মশগুল, ঠিক এমন সময়ই দেখা মিলেছে অবুঝ কিছু শিশু কিশোরদের আগুন নেভানোর আপ্রান চেষ্টা। বয়স অনুসারে তাদের শারীরিক শক্তিই বা কত ? কিন্তু তাদের দৃঢ় মনোবল আর অসীম সাহস থেকে যেন শিখতে হবে আমাদের।

কচি হাতে হাত মিলিয়ে পানির পাইপ নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করে তারা আগুন নেভাতে আপ্রান চেষ্টা করে।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বান্দরবান বাজারে অগ্নিকান্ডে কেএস প্রু মার্কেটে ভয়াবহ আগুন দেখে যখন অনেকেই সরে যাচ্ছিল, ঠিক সেই সময়ে ফায়ার সার্ভিসের পানির পাইপ কাধেঁ নিয়ে এবং পাইপের ছিদ্র অংশ পলিথিন দিয়ে মোড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল নাম না জানা কয়েকজন শিশু।
এদিকে এই ঘটনা উপস্থিত পথচারীদের হতবাক করে দেয় এবং অনেকে তাদের এই কর্মকান্ডকে উৎসাহিত করে এবং সাহস দেয় যেন মানুষের বিপদে এভাবে পাশে থাকতে পারা যায়।

প্রসঙ্গত,বান্দরবান বাজারের কেএস প্রু মার্কেটের একটি দোকান থেকে থেকে আগুনের সুত্রপাত ঘটে, এসময় আগুনের তীব্রতা বেড়ে পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে আর আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৩টি দোকানের মালামাল আর এই আগুন নিভাতে দেখা মিলেছে অবুঝ কিছু শিশু কিশোরদের ।

আরও পড়ুন