বান্দরবানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের আয়োজনে বালাঘাটা হর্টিকালচার সেন্টারে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) সনৎ কুমার সাহা।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (সরেজমিন উইং) পরিচালক কৃষিবিদ চন্ডীদাশ কুন্ড, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ পরিচালক ড. একেএম নাজমুল হক সহ তিন পার্বত্য জেলার উপপরিচালক, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক এবং তিন পার্বত্য এলাকার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থার কর্মকর্তাগণ, কৃষকবৃন্দসহ মোঃ ১০০ জন।
রবি, খরিপ ১ ও খরিপ ২ এর বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়নের অগ্রগতি, সমস্যা, সুপারিশসহ এলাকার কৃষকের উন্নয়নে নিয়ে আলোচনা হয় ।