এসময় তীব্র শীতে কষ্ট পাওয়া বম সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ ও তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, বান্দরবানের পাহাড়ে অন্যান্য সমতল ভূমির চেয়ে ঠান্ডা অনেকটাই বেশি। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করলেও এসব কোমলমতি শিক্ষার্থীদের কখনোই শীতবস্ত্র দেয়া হয়না। এসব কথা চিন্তা করেই আজ এখানে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক কোমলমতি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান যাচাই করেন এবং ছাত্রছাত্রীদের পড়ালেখায় প্রতি আরো মনোযোগি হওয়ার আহবান জানান ।