পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো:হারুণ-অর-রশিদ ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার ইয়াছির আরাফাত,জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুলাহ মামুনসহ অনেক।
এসময় বক্তারা বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের প্রেরিত রেমিটেন্স এর মাধ্যমে দেশের অনেক উন্নয়ন হচ্ছে,আর এ পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা হতে ২ হাজার ৬শত ২৫ জন বিভিন্ন দেশে গমন করেছে তৎমধ্যে ২০১৬ সালেই ৫শত ৮জন বিভিন্ন দেশে গমন করেছে ।
আলোচনা সভা শেষে, আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৬ উপলক্ষে অভিবাসীদের মধ্যে বান্দরবানের স্থায়ী বাসিন্দাদের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী তিনজনকে পুরষ্কার প্রদান করা হয়।