জেলা প্রশাসনও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালীতে বান্দরবানের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীসহ স্থানীয় সমাজ সেবামূলক প্রতিষ্টানসহ সরকারী -বেসরকারী কর্মকর্তারা অংশগ্রহণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়য়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো:মাকসুদ চৌধুরী ,অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা ,বান্দরবান উইমেন চেম্বারের সভানেত্রী লাল সানি লুসাই এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় আলোচনা সভায় বক্তারা, সারাদেশে নারীর প্রতি সবধরনের বৈষম্য দুর করে সমঅধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান, এছাড়া সমাজের সকল নারীর সুরক্ষা ও শান্তিপূর্ণ বসবাসের জন্য সকলের সহযোগিতা ও আশা করেন।