বান্দরবানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে অমর একুশে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেনী পেশার মানুষ।

NewsDetails_03

রাত ১২.০১ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এরপর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার,অতিরিক্ত জেলা প্রশাসক মো.লুৎফুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য সত্য হাপাঞ্জি ত্রিপুরা, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশসহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহিদ মিনার এলাকার আশেপাশে।
এসময় সকলের কন্ঠে ধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।

আরও পড়ুন