বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবসের শুরু করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এসময় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে দুর্নীতি বিরোধী এক মানববন্ধনে অংশ নেয়।

NewsDetails_03

পরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমার সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, দুনীতি দমন কমিশনের চট্টগ্রাম-২ এর সহকারি পরিচালক রতন কুমার দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ নির্মাণ করতে। আমাদের প্রত্যেকের উচিত দুর্নীতির বিরোধিতা করা এবং যেকোন ভালো কাজের প্রশংসা করা। বক্তারা এসময় আরো বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ থাকবো এবং আগামী প্রজন্মকে একটি শিক্ষিত ও সৎ জনগোষ্টিতে রুপান্তরিত করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবো।

আরও পড়ুন