বান্দরবান জেলা আওয়ামীলীগ সূত্র পাহাড়বার্তাকে জানায়, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বান্দরবান সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হবে। এসময় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈহ্লা’র সভাপতিত্বে উক্ত কর্মী সন্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ স্থানীয় নেতারা।
এই ব্যাপারে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ কে এম জাহাঙ্গীর পাহাড়বার্তাকে বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সফরকে ঘিরে দল থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত,গত ১৬ সেপ্টেম্বর পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের সর্বশেষ বান্দরবান সফরে আসেন এবং স্থানীয় সার্কিট হাউজে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন।