বান্দরবানে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম

purabi burmese market

জমকালো আয়োজনে বান্দরবানে শুরু হওয়া বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের কারাতে প্রতিযোগিতায় যোগ দিতে কাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) বান্দরবানে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম। পাহাড়বার্তা‘কে বিষয়টি নিশ্চিত করেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কমিউনিটি হল রুমে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের কারাতে প্রতিযোগিতার সমাপনি দিনে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে পুরষ্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম।

বান্দরবানের জেলা প্রশাসক জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজ’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ‘সহ অন্যরা।

এবারের কারাতে ইভেন্টে দেশের ৪০টি দল অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিযোগিতা থেকে ভবিষ্যত তারাকাদের খুঁজে বের করতে এই খেলার আয়োজন করেছে বাংলাদেশ অলম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ কারাতে ফেডারেশন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।