এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, সিনিয়র সহকারি পুলিশ সুপার ইয়াছির আরাফাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো:জামাল উদ্দিন চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল দাশ,১ নং রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅং প্রুু মার্মা, ২ নং কুহালং ইউপি চেয়ারম্যান সানু পু মার্মা,৩ নং বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান সাচিং প্রু মার্মা,৪ নং সূুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মার্মা, ৫নং টংকাবতী ইউপি চেয়ারম্যান প্লুকান ম্রো ও মেম্বারগন উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বর্তমান সরকারের ডিজিটাল বাংলদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহবান জানান , এসময় প্রতিমন্ত্রী আরো বলেন ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব ও কর্তব্য সবচাইতে বেশি, কেননা সরকারের সকল কর্মকান্ড বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ সবচাইতে বেশি ভুমিকা রাখতে পারে।
এসময় বক্তারা নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ রোধ,ইউনিয়ন ডিজিটাল সেবা গ্রহনে সকলের অংশ গ্রহন নিশ্চিত করতে ও আহবান জানান। পরে উপজেলা পরিষদের পঞ্চ বার্ষিকী পরিকল্পনা নিয়ে “তথ্য ,পরিকল্পনা ও বাজেট ” বিষযক এক বইয়ের মোড়ক উন্মেচন করে অতিথিরা।