বান্দরবানে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
বান্দরবানে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম মো: মিনহাজ (৯)। আজ শুক্রবার (১৯ আগষ্ট) দুপুর দেড়টায় দিকে বান্দরবানের বালাঘাটা বাজারের এ ঘটনা ঘটে। মিনহাজ বালাঘাটা ১ নম্বর ওয়ার্ড এলাকার মো. তৈয়বের ছেলে।
স্থানীয়রা জানায়, বালাঘাটা বাজারে রাস্তা পারা পারের সময় দ্রুত গতির ইজিবাইক শিশু মিনহাজকে ধাক্কায় দেয়। ধাক্কা লেগে শিশুটি রাস্তায় পড়ে গেলে মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরে সেখানে নেওয়ার পথে মিনহাজের মৃত্যু হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ইজিবাইকটি আটক করা হয়েছে, চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল বান্দরবান সদরস্থ ব্রিগেড এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক এর ধাক্কায় নন্দিতা চক্রবর্তী (৮) নামে অপর এক শিশু মারা যায়।