বান্দরবানে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ নয়ন চৌধুরী (৪৫) ও বেবি চৌধুরী নামে এক দম্পতিকে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবান।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া এলাকায় রাতভর অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। ২ এপিবিএন মেঘলা, বান্দরবানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
নয়ন চৌধুরী (৪৫) বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকার প্রয়াত অরুন চৌধুরীর ছেলে ও অপরজন আটক নয়ন চৌধুরীর স্ত্রী বেবী চৌধুরী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড মেম্বারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ এপিবিএন। এসময় ৪০৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে আটক করা হয় তাদের। যার অবৈধ বাজার মূল্য এক লাখ ২১ হাজার পাঁচশত টাকা বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।