বান্দরবানে ইয়াবাসহ দুই যুবক আটক

বান্দরবান শহরের পৌর শপিং কমপ্লেক্স সংলগ্ন ১নং গলি থেকে ৫শ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাইফুল ইসলাম (২৪) ও মো: রমজান আলী (২৬)। তারা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, বান্দরবান বাজারের পৌর শপিং কমপ্লেক্স সংলগ্ন ১নং গলিতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় এই দুই যুবকের দেহে তল্লাশি চালিয়ে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা।
বান্দরবান জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত,বেশকিছু দিন ধরে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলা থেকে কিছু যুবক বান্দরবান শহরে ইয়াবা এনে তাদের সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে ইয়াবা ছড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুন