বান্দরবানে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা
বান্দরবানে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সভা কক্ষে এই আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলা উদ্দিন ইমামী,থানা জামে মসজিদের খতিব মাওলানা কারী নুরুল আমিন, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার ফিল্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম,সুপার ভাইজার সাইমুন পাটোয়ারী, আব্দুল করিম,আব্দুল আলিমসহ বান্দরবান জেলা সদরের ৪০টি মসজিদের খতিব ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীরা।
সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা:)এর জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা মহানবীর জীবনাদর্শ মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মিলাদ পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার সদর উপজেলা সুপার ভাইজার মো. আবু তালেব মঈন। আলোচনা সভা শেষে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ক্বেরাত,হামদ-নাত,কবিতা আবৃত্তি ও রচনায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।