বান্দরবানে ঈদ জামাত অনুষ্ঠিত (ভিডিও)

বান্দরবান ঈদগাহ মাঠে বুধবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ।

জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র ইসলাম বেবী সহ বান্দরবানের বিশিষ্ট নাগরিকরা এতে ঈদের নামাজ আদায় করেন । ঈদের নামাজে মুসলিম উম্মাহ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

NewsDetails_03

এবারে ঈদের জামাত পরিচালনা করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব এহাছানুল হক আল মইনী।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য সংশোধন করে জাতীয় চাঁদ দেখা কমিটি আজকের ঈদের কথা জানায়।

সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, বেশ কয়েকজনের চাঁদ দেখার সাক্ষ্য নিয়ে চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

https://www.youtube.com/watch?v=5ijDQLrbuNo

আরও পড়ুন