বান্দরবান সদরের সাঙ্গু নদী থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আর এই লাশটি কার, সেই বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গত ২১আগস্ট (শনিবার) ভোররাতে বান্দরবান সদর থানার কুহালং ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড এর লাঙ্গি ঝিড়ি এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় গলিত নারীর লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ভাসমান নারীর লাশটির বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ আরো জানায়, উদ্ধারকৃত লাশটি বান্দরবান সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশের কোন ওয়ারিশ না পাওয়ায় বান্দরবান পৌরসভার দায়িত্বে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছ।
বান্দরবান সদর থানার উপ পরিদর্শক (মামলার তদন্ত কর্মকর্তা) মোহাম্মদ আরিফ জানান,কুহালং ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো.আবুল কালামসহ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নারীর লাশটি নদী থেকে উদ্ধার করার পর ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ আরো জানান, এই ঘটনায় বান্দরবান সদর থানায় ৩০২,২০১,৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।