বান্দরবানে উপজেলা নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ

NewsDetails_01

বান্দরবানে উপজেলা নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ
বান্দরবানে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে । আজ মঙ্গলবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন,বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহীদুল ইসলাম চৌধুরী।
দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণে প্রায় তিনশত ভোট গ্রহনকারী কর্মকর্তা অংশ নেয় আর আগামী ১৩ মার্চ এই প্রশিক্ষণের সমাপ্তি হবে।

আরও পড়ুন