বান্দরবানে একেএম জাহাঙ্গীরের একক চিত্রপ্রদর্শনী

NewsDetails_01

ফটোগ্রাফার একেএম জাহাঙ্গীরের একক আলোকচিত্র প্রদর্শনী ।
বান্দরবানে দুইদিনব্যাপী একেএম জাহাঙ্গীরের আলোক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে । সোমবার সকালে ফিতা কেটে বান্দরবান শিশুএকাডেমীতে আলোকচিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক । এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সদস্য সিইয়ং ম্রো, জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক ফরিদুল আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা । এ সময় অনুষ্ঠানে আগত অতিথিরা ফটোগ্রাফার জাহাঙ্গীরের পাহাড়ের আনাচে কানাচে থেকে তুলে আনা আলোক চিত্র দেখেন । প্রায় ৫০টি আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে । প্রদর্শনীতে পাহাড়ের ছড়া, শৈশবের উচ্ছ্বাস, সাঙ্গু নদীর সৌন্দর্য্য এসব আলোকচিত্র ছিল চোখে পড়ার মত । ফটোগ্রাফার একে এম জাহাঙ্গীর বলেন, গোষ্ঠীভিত্তিক যারা এখানে বসবাস করে, যাদেরকে আমরা বাঙালি বলি, নৃ-গোষ্ঠী বলি তাদের একএকটি দৈনন্দিন জীবনযাত্রার চিত্র তুলে আনা । আর এই লক্ষ্যেকে কেন্দ্র আজ এই আলোকচিত্র প্রদর্শনী । চিত্রপ্রদর্শনীতে স্কুল শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত । সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি ।

আরও পড়ুন