বান্দরবানে এবার করোনা সনাক্ত ৫৭ জনের

NewsDetails_01

বান্দরবানে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৫৭ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, আক্রান্তদের মধ্যে ৪৩জন বান্দরবান সদর, ১জন রোয়াংছড়ি, ১জন রুমা, ৩ জন লামা, ১জন আলীকদম, ২জন থানচি,৬জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। জেলায়, এ পর্যন্ত মোট শনাক্ত ১৮৭৩ জন, এ পর্যন্ত মোট সুস্থ ১৩৯২জন। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩৯.৮৬%। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৯৯৮২ জন, মোট নমুনা রিপোর্ট ৯১৬১ জনের। মোট শনাক্ত (+Ve) ১৮৭৩ জন।

NewsDetails_03

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, স্বাস্থ্যবিধী যথাযথ ভাবে মানলে করোনা আক্রান্তের হার দ্রুত কমে আসবে, আর এই বিষয়ে মানুষকে সচেতন হতে হবে।

প্রসঙ্গত, জেলায় করোনায় সর্বমোট মৃত্যু হয়েছে ৮ জনের।

আরও পড়ুন