বান্দরবানে এবার যুবদল নেতাকে অপহরণ
বান্দরবানে জেলা যুবদলের এক নেতাকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গত সোমবার (১৬ জুন) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত যুবদল নেতার নাম ফয়সাল আহমেদ। তিনি জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, রাত ৯টা ১৫ মিনিটে ফয়সাল তার দোকানের কর্মচারীকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে জানান, পাঁচজন পাহাড়ি যুবক তাকে ধরে জেলা শহরের লেমুঝিরি এলাকায় নিয়ে যাচ্ছে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পাহাড়ি কোনো সশস্ত্র গোষ্ঠী তাকে অপহরণ করে থাকতে পারে।

এই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় অপহ্নত ফয়সাল আহমেদ এর আত্মীয় নার্গিস আক্তার বলেন, ফয়সাল আহমেদ এর কোন খোঁজ এখনও পায়নি আমরা, কোন গ্রুপ মুক্তিপন এর জন্য ফোনে যোগাযোগও করেনি।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম বলেন, আমাদের এক নেতাকে অপহরণ করা হয়েছে। সে নিজেই মেসেজ পাঠিয়ে জানায় যে, পাঁচজন উপজাতি ছেলে তাকে ধরে নিয়ে যাচ্ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, আমরা যুবদল নেতাকে অপহরণের খবর পেয়েছি, তাকে উদ্ধারে আমরা অভিযান অব্যাহত রেখেছি।