বান্দরবানে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বান্দরবানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জেলা সদরের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়।

NewsDetails_03

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এইসময় ভ্রাম্যমান আদালতের টিমটি বান্দরবান সদরের কালাঘাটা, বালাঘাটা, মধ্যমপাড়া, বড়–য়ারটেক, চেয়ারম্যান মার্কেটসহ বিভিন্ন গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্মকর্তা মো.কায়েসুর রহমান বলেন, সরকার নির্ধারিত গ্যাসের বোতলের খুচরা মূল্য ৯৯৩ টাকা নির্ধারণ করা হলেও বান্দরবানে অনেক ব্যবসায়ী দাম বাড়িয়ে ১০৫০ টাকায় গ্যাস ভর্তি সিলিন্ডার বিক্রি করছে, যা আইনত দন্ডনীয় অপরাধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান আরো বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং ভোক্তাদের ন্যায্যমুল্যে বিভিন্ন সামগ্রী ন্যায্য দামে ক্রয় করার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন