সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) এর বান্দরবান পার্বত্য জেলায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার জেলা শহরের কেন্দ্রিয় দূর্গা মন্দিরে অনুষ্ঠিত এক সভায় সবার সন্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন এসভিএস চট্টগ্রাম এর সমন্বয়ক( মহানগর প্যানেল) এর অভিজিৎ বৈদ্য ও অভিক চক্রবর্তী। সভায় এস বাসু দাশকে আহবায়ক, কৌশিক দত্তকে সদস্য সচিব এবং সদস্য হিসাবে কৌশিক দাশ, বাবলু হাজারী ও সৌরদ্বীপ ভট্টচার্য তুষারকে নির্বাচিত করা হয়।
এসময় বক্তারা বলেন, নতুন এই আহবায়ক কমিটি নতুন একটি কমিটি উপহার দেবার মাধ্যমে বান্দরবানের ৭টি উপজেলার সনাতন সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষায় উদ্ভুদ্ধকরণ এর জন্য আগামীতে কাজ করে যাবে।
প্রসঙ্গত, আগামী দুই মাসের মধ্যে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) বান্দরবান তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।